ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম, নন্দীগ্রাম দিবসে শহীদ স্মরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে শহীদদের স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে শহীদদের স্মরণ করেন মমতা ব্যানার্জি। ফেসবুকে তিনি লেখেন, সিপিআইএমের হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারের ফলে নিহত সকল শহিদদের স্মৃতির উদ্দেশে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।

উল্লেখ্য, সিপিএম আমলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ১৪ জন গ্রামবাসী। ২০০৭ সালে ১৪ মার্চ সেই ঘটনা ঘটে। ২০০৭ সালে এই ঘটনার পর পরের বছর ২০০৮ সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

 

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ১৪ মার্চ দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে। এই বছরও মঙ্গলবার নন্দীগ্রামে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সকাল সকাল ফেসবুকে পোস্ট করে শহীদদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

Comments are closed.