বলিউড তারকা শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, শুভ জন্মদিন শাহরুখ খান।
বলিউড তারকা কিংবা বলিউড বাদশা হিসেবে পরিচিতি পাওয়া শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কলকাতা নিজের বাড়ির ছেলে হয়ে উঠেছেন শাহরুখ। ক্রিকেট টিম কেকেআর তৈরি করার পর থেকে শুধু ক্রিকেট জগত নয়, কলকাতা জুড়ে শাহরুখ খানকে ঘিরে আলাদা উম্মাদনা ভক্তদের। সদ্য প্রকাশিত একটি ভিডিও শাহরুখ খানের বাংলার ভক্তদের জন্য আরও আবেগ বাড়িয়ে তুলেছে। ওই ভিডিও মন জয় করে নিয়েছে বাঙালির। গামছা প্রিন্টের শার্ট পরে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন শাহরুখ। এই ভিডিওটি অভিনেতার জিরো সিনেমার প্রচারের সময়কার। এই সময় কোন এক প্রচার পড়ার জন্য অভিনেতা গামছা প্রিন্টের সুন্দর সাদামাটা অথচ আভিজাত্যপূর্ণ শার্ট বেছে নিয়েছিলেন। গামছা বাংলার মাটির রং, বাংলার খেটে খাওয়া ভাইদের পরিচয়। সেই গামছাকে নিজের পরনে তুলে ধরে বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খান বিশ্বের দরবারে বাংলার মানকে আরো উঁচুতে পৌঁছে দিয়েছেন, এমনটাই মতামত ভক্তদের।
১৯৬৫ সালের ভারতের নয়া দিল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। পঁচিশ বছরের বেশি সময় ধরে অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন প্রচুর ছবি শাহরুখ। যার মধ্যে রয়েছে পারদেশ, কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায়, কাভি আল বিদা না ক্যাহেনা, চালতে চালতেসহ আরও অনেক ছবি।
Comments are closed.