জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক পোস্টারে মুখ্যমন্ত্রী লেখেন, সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা।
ফেসবুক পোস্টদুর্গাপুজো, কালীপুজো, ছটপুজোর পর জগদ্ধাত্রীপুজোয় মেতে উঠেছে বাংলা। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। বৃহস্পতিবার মহাসপ্তমীর দিন থেকেই চন্দননগরে জনতার ঢল নেমেছে। আলোয় সেজে উঠেছে গোটা শহর। কিন্তু সবটাই হচ্ছে কোভিড বিধি মেনে। বিশালাকার প্রতিমায় শোলার কাজ করা অলঙ্কার এবং পোশাকে অসাধারণ রূপে বিরাজ করছেন মা জগদ্ধাত্রী। পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবে আলোর শহরে জনজোয়ার। অন্যদিকে ভিড় সামাল দিতে বৃহস্পতিবার দুপুর দুটো থেকেই জিটি রোডে ‘নো এন্ট্রি’ করেছে পুলিশ। আগামী ১৬ তারিখ অবধি প্রতিদিন দুপুর থেকে ভোর পর্যন্ত চুঁচুড়া থেকে ভদ্রেশ্বর পর্যন্ত জিটি রোড যানবাহনের জন্য থাকছে নো এন্ট্রি।
Comments are closed.