রাজ্যে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার। ২১ শে মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে দুয়ারে সরকার। ৫ থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন, দুয়ারে সরকারের এই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এও জানান, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্প যতদিন চলবে, তত দিন খুব প্রয়োজন ছাড়া সরকারি কর্মীরা ছুটি পাবেন না। আর রবিবার এবং অন্য সরকারি ছুটির দিন বন্ধ থকাবে এই প্রকল্পের কাজ। এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। ৯৭ হাজার কোটি কেন্দ্রের কাছে পাই আমরা। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালে বাঁকুড়ায় গিয়ে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।
Comments are closed.