বুধবার গঙ্গাসাগর যাচ্ছেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিবছর গঙ্গাসাগর মেলার আগে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এবারও অন্যথা হবে না। জানা গিয়েছে, বুধবার দুদিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন তিনি। গঙ্গাসাগর মেলা নিয়ে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। বুধবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে নামবেন গঙ্গাসাগর হেলিপ্যাডে। সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
ভারত সেবাশ্রম থেকে কপিল মুনির আশ্রমে যাওয়ার কথা তাঁর। সেখানে পুজো দেবেন। বুধবার গঙ্গাসাগরে থাকার পর বৃহস্পতিবার ফের হেলিকপ্টারে ডুমুরজলা হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। বিগত দুবছর করোনা আতঙ্ক কাটিয়ে ওঠার পর এই বছর শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এই বছর রেকর্ড সংখ্যক ভিড় হবে। মেলায় অস্থায়ী স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে। জলপথে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের মেলার প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
Comments are closed.