আসছে গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি নিয়ে আগামী ২১ ডিসেম্বর বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সভাঘরে হবে এই বৈঠক।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। এছাড়াও ১৮টি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও অন্যান্য সচিবরাও বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারও বৈঠকে থাকতে পারেন।
করোনা পরিস্থিতি কাটিয়ে সামনের বছর ৯ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত। কোভিড আতঙ্কের মধ্যে গত বছরগুলোর থেকে এবার মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কিন্তু প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।
সূত্রের খবর গঙ্গাসাগর মেলার আগে ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন।
Comments are closed.