২৯ নভেম্বর সজনেখালি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
২৯ তারিখ দক্ষিণ ২৪ পরগনার সজনেখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সজনেখালি সফরে সুন্দরবন জেলা তৈরি নিয়ে আলোচনা হতে পারে। ১৮ নভেম্বর শুক্রবার থেকে বিধানসভায় শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অধিবেশন শেষ হওয়ার আগে ২৮ তারিখ মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর ৩০ তারিখেই সজনেখালি যাওয়ার কথা তাঁর।
সামনের বছরেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগেই বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন তিনি। সেখানে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন তিনি। কথা বলেন আদিবাসী মহিলাদের সঙ্গে। গ্রামে গিয়ে জনসংযোগ করেন তিনি। এর আগে নদীয়া সফরে গিয়েছিলেন তিনি। সেখানে কৃষ্ণনগরে গিয়ে রাজ্যে নতুন দুটি জেলার কথা জানান মুখ্যমন্ত্রী। সেই দুটি জেলা হল সুন্দরবন ও বসিরহাট। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৯ টি ব্লক রয়েছে সুন্দরবনে। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক রয়েছে আর উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক নিয়ে তৈরি করা হবে সুন্দরবন জেলা আর উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে তৈরি হবে বসিরহাট জেলা।
তবে মুখ্যমন্ত্রীর সজনেখালি সফর নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও। এবার সজনেখালি সফরে সুন্দরবন জেলা নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।
Comments are closed.