বীরভূম জেলা সফরে গিয়ে অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৩১ জানুয়ারি বীরভূম জেলাসফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বোলপুরে সভা করবেন তিনি। সেখান থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে যেতে পারেন তিনি। এখন শান্তিনিকেতনেই রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এবং অমর্ত্য সেনের বিশেষ বৈঠকও হতে পারে।
বিশ্বভারতীর পক্ষ থেকে ইতিমধ্যেই দুবার চিঠি দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। আইনিভাবে এর মোকাবিলাও করেছিলেন অমর্ত্য সেন। তিনি জানিয়েছেন, আবারও বিশ্বভারতীকে জবাব দেবেন তাঁর আইনজীবী।
উল্লেখ্য, বিশ্বভারতী উপাচার্যের দাবি, অমর্ত্য সেনের বাড়ির মধ্যে থাকা ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয়ের। নোবেলজয়ীর দাবি, এই জমি তাঁর বাবার কেনা।
Comments are closed.