প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
দেশের একাদশতম রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ফেসবুকে একটি পোস্ট করে এ পি জে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মমতা ব্যানার্জি।
২০১৫ সালের ২৭ অক্টোবর প্রয়াত হন। ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন আব্দুল কালাম। তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্ম কালামের। ২০১৫ সালের ২৭শে জুলাই মেঘালয়ের শিলং শহরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভাষণ দেওয়ার সময় সন্ধ্যা ৬:৩০ নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হন মিসাইল ম্যান। তাঁকে বেথানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মৃত্যু হয় তাঁর। কালামের মৃতদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি সি-১৩০ হারকিউলিস বিমানে দিল্লির পালাম বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শ্রদ্ধা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তিন বাহিনীর প্রধান আব্দুল কালামের মৃতদেহে শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তাঁর সম্মানে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।
Comments are closed.