শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার টুইট করে শ্রদ্ধা জানান তিনি। টুইটে তিনি লেখেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। সরকার ছুটি ঘোষণা করেছে যাতে সবাই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করতে পারে।
On the auspicious occasion of the janmatithi of Shri Shri Harichand Thakur, I convey my heartiest regards and greetings to all. Our government has announced holiday to enable everyone to observe the Birthday respectfully.
— Mamata Banerjee (@MamataOfficial) March 30, 2022
দার্জিলিং সফরে রয়েছেন মমতা ব্যানার্জি। সেখানে এদিন সকালে মহাকাল মন্দিরে পুজো দেন মমতা ব্যানার্জি। পাশাপাশি টুইট করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানান।
মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল। তাই এই তিথি অনুযায়ী পালন করা হয় তাঁর জন্মতিথি উৎসব। বিশাল ধর্মমেলার আয়োজন করা মতুয়াগড়ে। আগেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে রাজ্য সরকারের সব কর্মীদের ছুটি।
একুশের বিধানসভা ভোটের আগেই বনগাঁর একটি জনসভা থেকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ এই উপলক্ষ্যে মঙ্গলবার রাতে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Comments are closed.