বীরভূম জেলা সফরে গিয়ে শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল চারটে পাঁচ নাগাদ প্রতীচীতে পৌঁছান মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ির দলিল সংক্রান্ত নথিপত্র তুলে দেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবদ অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির সামনে পুলিশের ক্যাম্প করার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন অমর্ত্য সেনের সামনে বসে মুখ্যমন্ত্রী বলেন,অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এর শেষ দেখে ছাড়ব। ল্যান্ড রেকর্ড তুলে নিয়ে এসেছি, এবার যা করার করুক।
সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনে জমি দখলের অভিযোগ তোলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতী উপাচার্যের দাবি, অমর্ত্য সেনের বাড়ির মধ্যে থাকা ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয়ের। যদিও নোবেলজয়ীর দাবি ছিল, এই জমি তাঁর বাবার কেনা। এদিন অমর্ত্য সেনের পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এরপর আইনত আমরা কী করবো তা এখন বলছি না। আমি অনেকদিন ধরে সহ্য করছি। অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবরও নিয়েছেন তিনি।
Comments are closed.