জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের পর সোশ্যাল মিডিয়া কু-তে অ্যাকাউন্ট খুললেন জননেত্রী। শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন, তাঁর দলের অন্য নেতা নেত্রীরা ও এই সোশ্যাল মিডিয়ায় পা রাখবেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর এই খবর জানিয়েছে কু। তৃণমূল নেত্রীকে এই নয়া সোশাল মিডিয়ায় স্বাগত জানিয়েছে কু। একটি বিবৃতি প্রকাশ করে মমতা ব্যানার্জির অ্যাকাউন্ট খোলার কথা জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর কু- তে অ্যাকাউন্ট হ্যান্ডেলটি হল, Koo @Mamtaofficial। কু-তে প্রথম পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গ্রাম বাংলায় ৫০ লক্ষ বাড়িতে জলের ট্যাপ কানেকশন বসার কাজ সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।
উল্লেখ্য, 2019 সালে চালু হয় ভারতীয় সোশাল প্ল্যাটফর্ম কু। এই সোশ্যাল প্ল্যাটফর্ম করছেন 3 কোটির বেশি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনেক নেতা নেত্রী ব্যবহার করেন কু। জনপ্রিয়তার দিক থেকে বরাবর শীর্ষে থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্বের ক্ষমতাবান ১০০ জনপ্রিয় ব্যক্তির মধ্যে একজন তৃণমূল নেত্রী। টুইটারে মুখ্যমন্ত্রীর অনুগামীর সংখ্যা ৭ মিলিয়ন অর্থাৎ ৭০ লক্ষ। ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৪.৯ মিলিয়ন অর্থাৎ ৪৯ লক্ষ।
Comments are closed.