সোমবার নবান্নে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন তিনি। লালফিতের জট কাটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী বলেন, যে ফাইল আটকে রয়েছে, তা কেন আটকেছে, দ্রত তা খতিয়ে দেখে সেই সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি করতে হবে। কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বহু শিল্পপতি বাংলায় লগ্নির ইচ্ছে প্রকাশ করেছেন। সোমবার বিকেলে শিল্প বৈঠক করলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথা জানান। তিনি বলেন, প্রতি ৪ সপ্তাহ পর বৈঠক করবে এই কমিটি। দীর্ঘদিন ধরেই বহু ফাইল আটকে রয়েছে। যে কারণে আটকে আছে কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সেই সমস্যা সমাধানে আধিকারিকদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.