৩০ ডিসেম্বর সরকারি কর্মসূচিতে সন্দেশখালি যাবেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক তোড়জোড় তুঙ্গে

একগুচ্ছ সরকারি প্রকল্প নিয়ে আগামী সোমবার সন্দেশখালি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের শুরুতে শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচারকে সামনে নিয়ে এসে রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল সন্দেশখালিত্যে। এই সন্দেশখালি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ভোটে জিতলে আমি সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে আসব।

আগামী সোমবার, ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর তাঁর আগামী বেশ কিছুদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম, পরে যাব। আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা প্রদানের কাজ শুরু করে দেব। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
সন্দেশখালি কান্ডের জেরেই প্রকাশ্যে আসে এলাকার তৃণমূল নেতা শেখ শাজাহানের নাম। দলের তরফে মানুষের উপর অত্যাচারীদের বিরুদ্ধে কোনরকম সহানুভূতি যে দেখানো হবে না, সেই বার্তা দেওয়া হয়। একইসঙ্গে নানা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে সন্দেশখালিকে সামনে রেখে কী ভাবে রাজ্যের ভাবমূর্তিতে আঘাত করা হচ্ছে, তাও তুলে ধরা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফে।

Comments are closed.