ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসক-স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। রোজই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফেরার পর রাজ্যের ডিঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন জেলাশাসক এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে একটি বৈঠক করে সমগ্র পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৈঠক শুরু করেছেন মুখ্যসচিব।
নবান্ন সূত্রে খবর, সোমবার বেলা ১২টা নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে থাকছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলা স্বাস্থ্যকর্তা এবং মেডিক্যাল কলেজের সদস্যেদের। জানা গিয়েছে, ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দফতরের একাধিক গাইড লাইন রয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় সেসব গাইডলাইন মানা হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনা। সেই সঙ্গে ডেঙ্গি মোকাবিলায় আরও কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে সেসব নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।
বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে রাজ্যে ২৫০ থেকে ৩০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্বাস্থ্য দফতরের মতে, গত কয়েকদিন বৃষ্টি বেশি হয়েছে। ফলে খানাখন্দে বেশি করে জল জমছে। এই জল থেকেই ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত।
Comments are closed.