এবার রাজ্যেই তৈরি হবে বন্দে ভারত; বরাত পেল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস 

এবার বাংলাতেও তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেস। এমনটাই জানা গিয়েছে সম্প্রতি। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত পেয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন, আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

এদিন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নতুন জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি বিধায়ক। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বন্দে ভারতের বরাত পেয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে চারটি ইঞ্জিন তৈরির বরাত পেয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। সেই সঙ্গে ডিজাইনেরও বরাত পেয়েছে সংস্থা। জানা গিয়েছে, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। 

ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত। নতুন এই ট্রেন শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শিখরে। রাজ্যেও তিনটি বন্দে ভারত চলছে। তবে বন্দে ভারত তৈরির বরাত এতদিন পায়নি বাংলা। এবার তা হওয়ায়, এটি রাজ্যের জন্য গর্বের বলেই দাবি অনেকের। 

 

 

Comments are closed.