শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ২ অফিসার সহ ৬ জনকে তলব করল CID
ভোট চলাকালীন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে কয়েকদিন আগেই তদন্তকারী অফিসারকে তলব করেছিল সিআইডি
কোচবিহারের শীতলকুচি কাণ্ডে এবার দুই অফিসার সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জন অফিসারকে তলব করল সিআইডি।
ভোট চলাকালীন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে কয়েকদিন আগেই তদন্তকারী অফিসারকে তলব করেছিল সিআইডি।
করোনার কারণে কেন্দ্রীয় বাহিনীর ওই অফিসার এবং জওয়ানরা ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সিআইডির তরফে সেই আবেদন খারিজ করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর ওই দলের মধ্যে থাকছেন সিআইএসএফের একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার এবং বাকি চারজন কনস্টেবল।
এছাড়াও মাথাভাঙা থানার আইসিকেও তলব করা হয়েছে।
চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। ওই ঘটনার পরেই তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের অভিযোগ বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গণহত্যা করেছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয় আত্মরক্ষার জন্যই বাহিনী গুলি চালিয়েছে। বিজেপির তরফ থেকেও একই দাবি করা হয়।
শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটার পর মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে রাজ্য সরকার পৃথকভাবে তদন্ত করবে। সেই মতো তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই রাজ্য সরকার সিআইডিকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছে।
Comments are closed.