১৩ ডিসেম্বর সংসদে স্মোক ক্যান কাণ্ডের জের। নিরাপত্তায় গাফিলতি নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে এবার সংসদের নিরাপত্তায় বড়সড় বদল আনা হল। লোকসভার সুরক্ষার একটা বড় অংশ এবার থেকে দেখবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বিষয়টি। সংসদ চত্বরে ঢোকার সময় ফ্রিস্কিং থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে এবার দেখভাল করবেন এই সশস্ত্র জওয়ানরা।
যদিও সংসদ ভবনের ভেতরের নিরাপত্তার দায়িত্ব লোকসভার সচিবালয়ের ওপরেই বহাল থাকছে। আর লোকসভার বাইরের নিরাপত্তায় থাকছে দিল্লি পুলিশ।
গত ১৩ ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে মূল কক্ষে ঝাঁপ দিয়েছিলেন দুই যুবক। তারপর তারা স্মোক ক্যান বের করে তা স্প্রে করে হলুদ ধোঁয়ায় ভরিয়ে দিচ্ছিল অধিবেশন কক্ষ। ঠিক একই সময় তাঁদের আরও কয়েকজন বন্ধু ঠিক একইভাবে সংসদের বাইরেও স্প্রে করতে করতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মুখে স্লোগান, ‘তানাশাহি নেহি চলেগা’। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
Comments are closed.