পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য ‘ক্লাস্টার’ করবে রাজ্য; জেলাশাসকদের থেকে খালি জমির তালিকা চাইল নবান্ন 

এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ এবং তার পরেও রাজ্যের কয়েকটি জায়গায় অবৈধ বাজি কারখানায় অগ্নিকান্ড। সব নিয়ে দিন কয়েক উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দেন, পরিবেশবান্ধব অতশবাজি ‘ক্লাস্টার’ তৈরি করতে হবে। সেই মতোই এবার তৎপরতা শুরু করল রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, সোমবার নবান্নের তরফে জেলা শাসকদের কাছে একটি নির্দেশ গিয়েছে। যেখানে বলা হয়েছে, ‘ক্লাস্টার’ তৈরির জন্য খালি জায়গা চিহ্নিত করে নবান্নে পাঠাতে হবে।

এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। এই ঘটনার তদন্ত করছে সিআইডি। প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এর মধ্যেই পরিবেশবান্ধব বাজি, ক্লাস্টার তৈরির মতো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে পরিকল্পনা শুরু করেছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটিও গড়েছে রাজ্য। 

ইতিমধ্যেই কমিটি কাজ শুরু করে দিয়েছে। নবান্ন সূত্রে খবর, নাগপুর থেকে পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য বিশেষ প্রশিক্ষক আনা হচ্ছে। সরকারি নজরদারিতে প্রশিক্ষকরা জেলায় জেলায় গিয়ে পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দেবে। সব মিলিয়ে এগরা এবং তার পরবর্তী ঘটনার পর অবৈধ বাজি তৈরি রুখতে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। 

Comments are closed.