মোহনবাগান খেলার মধ্য দিয়ে সবার কাছে জাতীয়তাবোধ পৌঁছে দিয়েছে। সবুজ মেরুনের নতুন টেন্ট উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্লাবের জন্য ৫০লক্ষ টাকা অর্ধিক অনুদানও ঘোষণা করেন।
নতুন করে সেজে উঠেছে মোহনবাগান ক্লাব। বুধবার তারই উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রীরও পরনে ছিল সবুজ মেরুন পাড়ের শাড়ি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোটবেলার স্মৃতি নিয়েও নানান কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, মোহনবাগানের কথা মনে পড়লেই আমার মায়ের কথা মনে পড়ে। একবার পেলে এসেছিলেন। সারা বাংলা উথালপাথাল হয়েছিল। আমার মা কালী বাড়িতে পুজো পাঠিয়েছিলেন। মোহনবাগানের খেলা থাকলেই মা পুজো পাঠাতেন।
সবুজ মেরুনের ঐতিহ্যবাহী ইতিহাস নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্লাবের ইতিহাস কোনও দিনও ভোলবার নয়। খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই ক্লাবের খেলোয়াড়রা। মোহনবাগানকে কেন্দ্র করেই দেশপ্রেম, একতা, সম্প্রতি তৈরি হয়। এই ক্লাবের মাটি সোনার চেয়েও খাঁটি।
Comments are closed.