আপনাদের এক একটা ভোট আগামী দিনে আমায় দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে। একবালপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে বললেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি।
বুধবারের জনসভা থেকেও সমর্থকদের অতিরিক্ত আত্মবিশ্বাসে ডুবে না থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী। উপস্থিত তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই ভাবছেন দিদি তো জিতবেই। ভোট দিয়ে আর কী হবে? এটা ভাববেন না। ঝড়, জল যাই হোক, ভোটটা অবশ্যই দিতে যাবেন। তারপরেই তাঁর আবেদন, আপনাদের এক একটা ভোট আমায় দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে। গেরুয়া শিবিরকে তাঁর তোপ, আমরা লড়ব, জিতব আর বিজেপিকে দেশ থেকে উৎখাত করে ছাড়বো।
এদিনের জনসভায়ও তাঁর বক্তৃতায় নন্দীগ্রাম প্রসঙ্গ উঠে আসে। বলেন, নন্দীগ্রামে আমায় যেভাবে হারানো হয়েছিল তা শুনলে আপনারা ভয় পাবেন। তারপরেই তিনি বলেন, এটা আমার ভাগ্যে ছিল ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হওয়া।
এদিন গেরুয়া শিবিরকেও একহাত নেন তৃণমূল সুপ্রিমো। বলেন, শুনলাম পেট্রোলিয়াম মন্ত্রী ভবানীপুরে প্রচারে আসছেন। ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইবো পেট্রোলের দামটা কবে কমবে?
এদিন মমতা আরও বলেন, শুধু বাংলা নয় বাংলার বাইরেও তৃণমূল লড়বে এবং বাংলার মতোই বিজেপিকে পরাজিত করবে।
Comments are closed.