রাজ্যপাল লা গণশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। মূলত ওই অমুষ্ঠানে যোগ দিতেই বুধবার তিনি চেন্নাই গিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রাজ্যপালের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান বাড়িতে অন্য মেজাজে পাওয়া গেল তৃণমূল নেত্রীকে। চেন্নাইয়ের স্থানীয় বাদ্যযন্ত্র ‘সেন্ডা মেলম’ বাজাতে দেখা যায় তাঁকে। এটি মাদলের মতো দেখতে একটি বাদ্যযন্ত্র।
এদিকে বুধবার চেন্নাই পৌঁছেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও সাক্ষাৎ হয় মমতা ব্যানার্জির। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, জাতীয় রাজনীতি নিয়েও দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। যদিও দু’ তরফেই এটিকে সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করা হয়েছে। এদিকে মমতা-স্ট্যালিন সাক্ষাৎকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস ও বিজেপি।
উল্লেখ্য কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি তৃণমূল নেত্রীকে দাদার জন্মদিনে আমন্ত্রণ করেন। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার চেন্নাই গিয়েছেন মমতা ব্যানার্জি।
Comments are closed.