ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী; আলোচনা করলেন জেলা নেতৃত্বের সঙ্গেও 

ঝাড়গ্রামে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষ্যেই মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছে যান তৃণমূল নেত্রী।

মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছনোর পর রামকৃষ্ণ সারদাপীঠ-এর মেয়েরা গানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এদিন সেই অনুষ্ঠান শেষে মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ জেলার অন্যান্য নেতৃত্বের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক করেন তৃণমূল নেত্রী।

সেই সঙ্গে কুড়মি নেতৃবিন্দের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ জঙ্গলমহল সফরের প্রথমদিনে আমি কুড়মি নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করলাম। বিভিন্ন বিষয়ের চর্চার মাধ্যমে এই সুসংগঠিত বৈঠকটি সম্পন্ন হয়েছে। কুড়মি জনজাতির সার্বিক উন্নয়নের জন্য আমাদের জনদরদী সরকার সর্বদা নিবেদিতপ্রাণ। আমাদের মা-মাটি-মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনমানের মানোন্নয়নের জন্য সদা তৎপর। আমি আশাবাদী এই বৈঠক আগামীদিনে কুড়মি জনজাতির প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারী হয়ে কাজ করবে।”

জানা গিয়েছে, বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে কিছু সরকারি পরিষেবাও প্রদান করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে বুধবার ঝাড়গ্রামে রাত্রি যাপন করে শুক্রবার কলকাতায় ফেরার কথা তাঁর।

Comments are closed.