চার দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার বিসর্জনের দিন উদ্ধারকারীদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। শুধু প্রশংসাই নয়, ৭ উদ্ধারকারীর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন তৃণমূল নেত্রী। এবং ওই ৭ জনের মধ্যে যাঁরা যাঁরা আবেদন করেছেন তাঁদের সরকারের তরফে চুক্তিভিত্তিক চাকরিও দেন মুখ্যমন্ত্রী।
উদ্ধারকারীদের পাশাপাশি মঙ্গলবার ৮ জন নিহতের পরিবারকে একটি করে স্থায়ী সরকারি চাকরি দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী এও বলেন, প্রত্যেককে যেন বাড়ির কাছাকাছি নিয়োগ দেওয়া হয়।
সোমবারই মালবাজারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ওইদিনই হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে থেকেও উদ্ধারকারী এবং স্বজনহারাদের হাতে চাকরি তুলে দেন তৃণমূলনেত্রী। পাশপাশি দশমীর ঘটনার জন্য ফের একবার দুঃখ প্রকাশ করেন তিনি।
Comments are closed.