মুখ্যমন্ত্রী বলতে উঠতেই মোদীর উপস্থিতিতে জয় শ্রী রাম স্লোগান! প্রতিবাদে বক্তৃতা বয়কট মমতার
এমন অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান ওঠার ঘটনা বাংলায় অভূতপূর্ব
মোদীর সামনেই তাল কাটল ভিক্টোরিয়ায় নেতাজি স্মরণ অনুষ্ঠানের। বক্তব্যই রাখলেন না মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রমুখ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর উৎসবে বক্তব্য রাখতে মঞ্চে উঠছিলেন মুখ্যমন্ত্রী। পোডিয়ামে যাওয়ার পথে দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। ঘোষক শান্ত হওয়ার আবেদন জানান কিন্তু কাজ হয়নি। মমতা ব্যানার্জি প্রতিবাদ জানিয়ে বক্তব্য না রাখার সিদ্ধান্ত নেন। বলেন, সরকারি অনুষ্ঠানের একটি শালীনতা থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান না। এটা সকল মানুষের, সবার অনুষ্ঠান। কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে নিমন্ত্রণ করে অপমান করা উচিত না। এর প্রতিবাদে আমি আর কিছু বলব না। জয় হিন্দ, জয় বাংলা বলে পোডিয়াম থেকে নেমে যান বিরক্ত মমতা।
ঘটনার পরই ট্যুইট করেন নুসরত জাহান। তিনি লেখেন, জড়িয়ে ধরে রামের নাম করুন। গলা টিপে ধরে নয়।
राम का नाम गले लगाके बोले ना कि गला दबाके । 🙏
I strongly condemn shouting of political and religious slogans at Government Functions to celebrate legacy of Freedom Fighter Netaji Subhash Chandra Bose on his 125th birth anniversary celebrations. #SaveBengalFromBJP #Shame— Nusrat Jahan Ruhi (@nusratchirps) January 23, 2021
নেতাজির মতো যশস্বী বাঙালির জন্মদিন পালনের অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান ওঠার ঘটনা অভূতপূর্ব।
Comments are closed.