২ P.M এর জায়গায় টাইপিং-এর ভুলে ২ A.M হয়ে গিয়েছে। যার জেরেই এই বিভ্রান্তি। দুপুর ২ টোয় অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপালকে ফোন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি।
রাত দুটোর অধিবেশন ডেকেছেন রাজ্যপাল। বৃহস্পতিবার এমনই নজিরবিহীন ঘটনার কথা ট্যুইট করে জানান জগদীপ ধনখড়। সেই সঙ্গে ট্যুইটে তিনি এও দাবি করেন, মন্ত্রীসভার অনুমোদন মেনেই এই অধিবেশন ডাকা হয়েছে। রাজ্যপালের ট্যুইট প্রকাশ্যে আসার পরেই শোরগোল শুরু হয়ে যায়। রাত দুটোয় বিধানসভার অধিবেশন পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
তবে রাজ্যপালের ট্যুইট প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রিসভার যে প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তাতে 2 P.M লেখার কথা ছিল। টাইপের ভুলে ওটা 2 A.M হয়ে গিয়েছে। উনি চাইলেই এটা এড়িয়ে যেতে পারতেন।
সব বিতর্কের অবসান ঘটিয়ে এদিন বিকেলে বিষয়টির ব্যাখ্যা জানিয়ে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যমার্জি। সেই সঙ্গে নতুন প্রস্তাব পাঠানোর জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.