বাগুইআটির ঘটনায় পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ডিজিকে কড়া পদক্ষেপের নির্দেশ; জানালেন ফিরহাদ হাকিম
বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই ওই ঘটনায় থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্তভার সিআইডি’র হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে করে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনায় পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। উচিত ছিল সিআইডির সঙ্গে যোগাযোগ করা। মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুঃখের সময় পরিবারগুলোর পাশে রয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর কথা জানাতে গিয়ে এদিন কলকাতার মেয়র আরও বলেন, মুখ্যমন্ত্রী নিজে অত্যন্ত বেদনাগ্রস্ত। ছোট ছোট দুটি ছেলের সঙ্গে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ডিজিকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বাগুইআটির জোড়া খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এদিন সকাল থেকেই দফায় দফায় বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন বেলা দুটো নাগাদ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বাগুইআটির ঘটনায় মুখ্যমন্ত্রীকে চাঁচাঁছোলা ভাষায় আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক। সেই সঙ্গে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন তিনি।
Comments are closed.