৩ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী; বইমেলার উদ্বধোন করেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল নেত্রী 

তিন দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, সোমবার কলকাতা আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দিবেন তৃণমূল নেত্রী। তিন দিনের জেলা সফরে বীরভূমের পাশাপাশি যাবেন মালদহ এবং পূর্ব বর্ধমানে। 

জানা গিয়েছে, সোমবার বইমেলার অনুষ্ঠান শেষ করে বিধাননগর থেকেই হেলিকপ্টারে করে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বোলপুর পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। এরপর মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদহ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ঘোষণা করার কথা রয়েছে। মালদহ থেকে ফের তিনি বোলপুরেই ফিরে আসবে। এরপর বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে পড়ুয়াদের সাইকেল বিতরণ সহ একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদানের কথা রয়েছে। এরপর বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মানুষের জন্য বর্ধমানের গোদার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। 

অনুব্রতর গ্রেফতারির পর বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বোলপুরের সভা থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূল নেত্রী কী মন্তব্য করেন এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। অন্যদিকে সম্প্রতি নোবেল জয়ী অমর্ত্য সেনও এখন বোলপুরে রয়েছেন। মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে একটি জল্পনা ছড়িয়েছে। নোবেল জয়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন কিনা, সে দিকেও নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।  

  

Comments are closed.