জল্পনায় সিলমোহর পড়ল। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে তাজপুর বন্দর তৈরির জন্য আদানিদের অনুমতি দিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় ইকো পার্কের অনুষ্ঠানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ছেলে কিরণ আদানির হাতে বন্দর তৈরির অনুমতি সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই মঞ্চে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজাও উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষকদের একাংশের মতে, তাজপুর বন্দর তৈরির কাজ সম্পূর্ণ হলে, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক আবহ তৈরি হবে। তাজপুর বন্দরকে কেন্দ্র করেই রাজ্যে ভারী শিল্প আসারও সম্ভবনা তৈরি হবে। জানা গিয়েছে, আনুমানিক ১৫ হাজার কোটি টাকা খরচ হবে বন্দর তৈরিতে। যা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। এবং বন্দরের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে আরও ১০ হাজার কোটি খরচ হতে পারে। যা রাজ্য সরকার করবে। সব মিলিয়ে ২৫ হাজার কোটি টাকার বিনিময়ে তৈরি বন্দরে সরাসরি প্রায় ৩০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী রাজ্য।
Comments are closed.