দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান। খুলে গেল টালা ব্রিজ। বৃহস্পতিবার, ঘড়ির কাঁটার ঠিক ৫ বেজে ৪৯ মিনিট। রিমোটে ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বললেন, পুজোর আগে এটা উপহার।
স্বাস্থ্য পরীক্ষার পর টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আড়াই বছর ঘুরে পথে যাতায়াত করতে হয়েছে। অবশেষে সেই হয়রানির নিষ্পত্তি হল। উত্তরের শহরতলি থেকে কলকাতায় ঢোকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ টালা। পুজোর আগেই তা খুলে যাওয়ায় যানজট অনেকটাই কমবে বলেই আশা করা হচ্ছে।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। পূর্ত দফতরের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের এপ্রিলেই টালা ব্রিজ খুলে দেওয়া হতে পারে। কিন্তু তা হয়নি। পরেও বেশ কয়েকটি তারিখ নিয়ে জল্পনা ছিল। অবশেষে উত্তরের বাসিন্দাদের সেই প্রতীক্ষার অবসান ঘটল। চার লেনের ৭৫০ মিটার সেতুটি নির্মাণ করতে মোট খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ব্রিজ খুলে গেলেও এখন শুধু ছোট গাড়ি চলারই অনুমতি মিলেছে। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর কিছুদিন গেলে বড় গাড়ি চালানোর অনুমতি মিলবে বলে খবর।
Comments are closed.