পুরীতে রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের। সংশ্লিষ্ট আধিকারিকদের মুখ্যমন্ত্রী নিজে এব্যাপারে উদ্যোগ নিতে বলেছিলেন। পুরী সফরের আগেও জানিয়ে গিয়েছিলেন, গেস্ট হাউসের জমি নিয়ে ওড়িশা সরকারের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই বুধবার ওড়িশা সফরের দ্বিতীয় দিনে গেস্ট হাউসের জন্য জমি পরিদর্শনে করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন ওড়িশা সরকারের সচিব মমতা ব্যানার্জিকে বঙ্গভবনের জন্য প্রস্তাবিত জমি ঘুরিয়ে দেখান। ওড়িশা সরকার সম্ভব্য যে জায়গায় পুরীর জন্য বিমানবন্দরে তৈরির পরিকল্পনা করেছে, এদিন তার পাশেই চিল্কা রোডে একটি জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন যে জমিটি দেখেন, সেটি জগন্নাথ মন্দির বা সমুদ্র সৈকত থেকে বেশ কিছুটা দূরে। তাই গেস্ট হাউসের জন্য বিকল্প জমিরও সন্ধান চলছে। এদিন জমি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পর্যটক পুরীতে বেড়াতে আসেন। রাজ্যের নিজেস্ব একটি গেস্ট হাউস থাকলে বাঙালি পর্যটকদের সুবিধা হবে।
উল্লেখ্য, এদিন জমি পরিদর্শনের সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরেও পুজো দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করার কথা মমতা ব্যানার্জির।
Comments are closed.