কুণাল ঘোষ, ডেরেক ও’ব্রায়ান ট্যুইটে করে আগেই দাবি করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ। এবার মুখ্যমন্ত্রীর আইনজীবীরা নন্দীগ্রাম মামলা বিচারপতি চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জি জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছে।
মমতা ব্যানার্জির আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানান, ২০২১ সালের এপ্রিল মাসে কৌশিক চন্দকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য চিঠি দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রস্তাবের বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রীর আইনজীবী আরও দাবি করেন কৌশিক চন্দ বিজেপি সদস্য। সেক্ষত্রে বিচারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মামলা অন্য বিচারপতির এজলাসে পাঠানো হোক।
শুক্রবার সকাল ১১ টায় নন্দীগ্রাম গণনা মামলার শুনানি ছিল বিচারপতি চন্দের এজলাসে। বিচারপতি কৌশিক চন্দ জানান, জনপ্রতিনিধি আইন অনুযায়ী মামলাকারী অর্থাৎ মমতা ব্যানার্জির এজলাসে হাজির থাকার কথা। মমতা ব্যানার্জির আইনজীবী জানান, আইন দর্শিত পথেই চলবেন তাঁর মক্কেল। আগামী ২৪ জুন মামলার শুনানির নির্দেশ দেন।
তার ঠিক পরেই সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান দুটি ছবি ট্যুইট করেন। একই সময় সেই দুটি ছবি ট্যুইট করেন কুণাল ঘোষও। তাতে দেখা যায়, বিচারপতি কৌশিক চন্দ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে। বিজেপির লিগাল সেলের ব্যানের চলছে সেই অনুষ্ঠান।
অন্যদিকে এদিন কলকাতা হাইকোর্টেও একদল আইনজীবী এই ঘটনার প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি বিচারপতি চন্দের এজলাস থেকে সরানো হোক মামলা।
সবমিলিয়ে ভোট মিটলেও এদিনের ঘটনাক্রমের জেরে রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্রে সেই নন্দীগ্রাম।
Comments are closed.