উনি নিজে দুর্নীতিগ্রস্ত, হাওয়ালা জৈন কাণ্ডে ওনার নাম রয়েছে; রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
সোমবার সাংবাদিক বৈঠকে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বলেন, উনি নিজে একজন দুর্নীতিগ্রস্থ মানুষ। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন অভিযোগ, হাওয়ালা জৈন কাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম রয়েছে। জিটিএ দুর্নীতি নিয়ে বলার আগে উনি কাদের নিয়ে কত খরচ করে দার্জিলিং গেলেন সেসব নিয়ে তদন্ত হোক।
উল্লেখ্য উত্তরবঙ্গ সফর শেষে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, জিটিএ দুর্নীতির আখড়ার পরিণত হয়েছে, দীর্ঘকাল জিটিএ-তে কোনও নির্বাচন হয়নি, কোনও হিসেব নিকেশ হয়নি। যার জেরেই পাহাড়ের উন্নতি ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে CAG কে দিয়ে এই দুর্নীতির তদন্ত করাবে বলেও জানান রাজ্যপাল।
আর তারই পাল্টা হিসেবে রাজ্যপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, হাওয়ালা জৈন কাণ্ডের চার্জশিটে কার নাম উল্লেখ ছিল? তারপর কীভাবে ছাড়া পেয়েছেন?
রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, রাজ্যপাল পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে গিয়েছেন। পাহাড়ে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছেন। তৃণমূল নেত্রীর অভিযোগ,কার্যত বাংলা ভাগের ষড়যন্ত্র করতেই রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়েছেন। মমতার কথায়, কেন উনি এই সময়টাকে বেছে নিলেন? বাংলাকে ছিন্ন ভিন্ন করার জন্য?
উল্লেখ্য কয়েকদিন আগেই বিজপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তোলেন। বিতর্কের মাঝেও তিনি তাঁর দাবিতে অনড় থাকেন। একাধিকবার উত্তরবঙ্গকে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সংবাদ মাধ্যমে বিবৃতি দেন। রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়ে জন বর্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আর যার জেরেই এদিন রাজ্যপালকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। সেই সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজ্যপাল উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনদিন দিল্লি গিয়ে থেকে এসেছেন। উত্তরবঙ্গকে ডিস্টার্ব করার জন্যই উনি ওখানে গিয়েছেন।
Comments are closed.