দুপুরের দিকেই জানা গিয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজয়ার শুভেচ্ছা জানাতেই এসেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তিনি রাজভবনে পৌঁছন। ৪০ মিনিট রাজভবনে ছিলেন তিনি। তারপর বেরিয়ে আসেন। বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। জানান, রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, আমি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটা আমাদের ভদ্রতা। এর আগে বিজিয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মুখ্যামন্ত্রীর বাড়িতে মৃষ্টি পাঠানো হয়েছিল। ওদিকে মুখ্যমন্ত্রীর দফতর থেকেও রাজভবনে মৃষ্টি পাঠানো হয়। এর মাঝে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহী।
দু’তরফ থেকেই এদিনের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছে। যদিও বৈঠকের কারণ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।
Comments are closed.