হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী; রাজ্যপালের সঙ্গে ৩০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক তৃণমূল নেত্রীর

বৃহস্পতিবার হঠাৎই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজভবনে পৌঁছে যান তৃণমূল নেত্রী। রাজ্যপাল সিভি আনন্দ বোস সস্ত্রীক তাঁকে স্বাগত জানান। এরপর প্রায় ৫টা পর্যন্ত রাজ্যপালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৫টা নাগাদ বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী নিজেই জানান, রাজ্যপালকে হোলির শুভেচ্ছা জানাতে তিনি রাজভবনে গিয়েছিলেন। যদিও রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর এই আচমকা স্বাক্ষাৎ নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীর অপসারনের পর ওই পদটি খালি রয়েছে। ইতিমধ্যেই সচিব পদের জন্য নবান্নের তরফে তিনটি নাম রাজভবনে পাঠানো হয়েছে। যদিও ওই তিনটি নামের মধ্যে এখনও চূড়ান্ত কিছু হয়নি। সূত্রের খবর, রাজ্যপালের সচিব নিয়োগ সংক্রান্ত আলোচনা করতেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও এ নিয়ে দু’তরফে কিছু জানানো হয়নি।

Comments are closed.