রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২০ ডিসেম্বর সাংসদভবনে প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিত থাকার কথা। আর সব ঠিক থাকলে ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিম। বাংলার বকেয়া পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।
মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনও একদিন সাক্ষাতের সময় চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না। সে ব্যাপারেই কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে। জানা গিয়েছে, তৃণমূলের আরও কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.