এখনও পর্যন্ত ২ কোটি টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দৈনিক ৪ লক্ষ করে টিকা দেওয়া হবে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি জানালেন, টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে ১২ বছর পর্যন্ত বাচ্চাদের মায়েদের।
মুখ্যমন্ত্রী জানান, অনেক পড়ুয়া ভারত বায়োটেকের কোভাক্সিন নিয়ে দেশের বাইরে যেতে সমস্যায় পড়ছে। কোভাক্সিনকে যাতে সব দেশ মান্যতা দেয় সে জন্য প্রধানমন্ত্রীকে লিখবেন বলেও জানিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ২ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দৈনিক ৪ লক্ষ টিকা দেবে স্বাস্থ্য দফতর বলেও জানান তিনি।
রাজ্যে ২৫০ টি মাইক্রো কন্টেনমেন্ট রয়েছে বলে জানিয়েছেন মমতা। তৃতীয় ঢেউ সামলাতে জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র শিশুদের জন্য ১৩০০ আইসিইউ প্রস্তুত করে ফেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতেও পদক্ষেপ নিয়েছে সরকার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.