কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু এবং তা ঘিরে যে ঘটানপ্রবাহ, এবার তার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, যে ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক। কিন্তু কালিয়াগঞ্জে তার পর যা যা হয়েছে, সবটাই পরিকল্পনামাফিক ঘটনা হয়েছে। বাইরে থেকে লোক এনে জল্লাদগিরি করেছে বিজেপি। এবং এর নেপথ্যে দিল্লির হাত আছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।
নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। তার ওপর মঙ্গলবার আদিবাসীদের বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। থানায়ও আগুনলাগানোর মতো ঘটনা ঘটে। এ সবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বেশ কয়েকজন পুলিশকর্মীকে ঘিরে ধরে মারধর করছে বিক্ষোভকারীরা। আর এই পুরো ঘটনার নেপথ্যেই বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ, এসব কিছুর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। সাধারণ মানুষ এটা করতে পারে না। বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জের ঘটনা ঘটিয়েছে বিজেপি। মেয়ে পুলিশ কর্মীদের গায়েও হাত তোলা হয়েছে। আগুন লাগানো, পাথর ছোড়া হয়েছে, পুরোটাই পরিকল্পনামাফিক করা হয়েছে।
মৃত নাবালিকার পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, মেয়েটার জন্য আমাদের খারাপ লাগছে। আমরা পরিবারের পাশে রয়েছি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে বিজেপি যেভাবে তান্ডব চালিয়েছে তারও তদন্ত হোক।
Comments are closed.