রাজ্যে আর কোভিডবিধি রইল না। বৃহস্পতিবার টেলি সম্মান অনুষ্ঠানে গিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, আজ থেকে রাজ্যে কোভিডবিধি প্রত্যাহার করা হল।
সরকারি ভাবে ঘোষণা করা না হলেও দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মাস্ক পরা সহ অন্যান্য কোভিড বিধি মানা হচ্ছে, এমনটা দেখা যায়নি। বাইরে বেরোলে হাতেগোনা কয়েকজনকেই দেখা যেত মাস্ক পরতে। তবে সরকারিভাবে কিছু বিধি নিষেধ জারি ছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন তা পাকাপাকিভাবে উঠে গেল। কোভিডবিধি প্রত্যাহার করা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের সময় থেকে মানুষকে অনেক কষ্ট পেতে হয়েছে। মানুষ ঘরবন্দি হয়েছিলেন। সেই সময় তাঁদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তাঁরা সিরিয়াল দেখতেন। আজ থেকে সেই কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল।
উল্লেখ্য, দিন কয়েক আগে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। তবে সেই বৈঠকের পর রাজ্যগুলোকে কেন্দ্র থেকে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি। তারপরেই মুখ্যমন্ত্রী এদিন সরকারিভাবে কোভিডবিধি প্রত্যাহারের কথা ঘোষণা করেন।
Comments are closed.