সাত থেকে আটের দশকে’র বিখ্যাত বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’, যাদের গান আজও বাঙালিদের মধ্যে সমান ভাবে জনপ্রিয়। ‘শহরের উষ্ণতম দিনে’, ‘টেলিফোন’, কিংবা ‘দরিয়ার’র মতো গানগুলো আজও কলেজ ক্যান্টিনে ঝড় তোলে। সেই ব্যান্ডের অন্যতম গায়ক শিল্পী তাপস দাস ক্যানসারে আক্রান্ত। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এবার তাঁর সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, ইতিমধ্যেই এসএসকেএম-এ শিল্পীর চিকিৎসা শুরু হয়েছে।
কয়েকদিন আগেই শিল্পীর অসুস্থতার খবর নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। তাঁর অনুরাগীরা চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। সেই খবর মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছায়। এরপরই তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন গায়কের চিকিৎসার ব্যবস্থা করতে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এসএসকেএম বিশেষ কেবিনে শিল্পীকে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও তৈরি করা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীও নিয়ম করে তাপস দাসের চিকিৎসার খবর নিচ্ছেন।
বাংলার সঙ্গীত জগৎ গায়ক তাপস দাস’কে ‘বাপি দা’ বলে চেনে। তাঁর পরিবার সূত্রে খবর, ক্যানসারের থার্ড স্টেজে আক্রান্ত তিনি। বর্তমানে তাঁর কেমো চলছে। সম্প্রতি একাধিক শিল্পী বাপি দা’র চিকিৎসার জন্য সাহায্য চেয়ে নেট পাড়ায় আবেদন করেছিলেন। অবশেষে ব্যবস্থা হওয়ায় শিল্পীর পরিবারের লোকও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
Comments are closed.