রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে, অবিলম্বে ওই ফলক সরাতে হবে; বিশ্বভারতী নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী
বিশ্বভারতীতে বিতর্কিত ফলক সরানোর জন্য ডেড লাইন বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় ফের একবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হলেন তৃণমূল নেত্রী। এদিন মুখ্যমন্ত্রী দাবি তোলেন, আত্মপ্রচার মূলক ওই ফলক অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
শনিবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন শান্তিনিকেতন। যা এখন বিশ্বের দরবারে একটি ঐতিহ্যবাহী স্থান। অথচ বর্তমান কর্তৃপক্ষ যে স্মারকফলক ব্যবহার করেছেন, সেখানে উপাচার্যের নাম দেখা গেলেও কবিগুরুর নাম কোথাও নেই। এতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। অবিলম্বে এই আত্মপ্রচারমূলক ফলক সরিয়ে তার জায়গায় বিশ্বকবিকে প্রাপ্য সম্মান দিতে হবে।
গত মাসেই শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে স্মারক ফলক স্থাপন করেছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। আগেই এ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি ফের একবার সরব হলেন।
Comments are closed.