বাইরে তখন ঝমঝিমিয় বৃষ্টি। গাড়ি থেকে নেমে বৃষ্টি মাথায় নিয়েই বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। হাঁটু সমান জলে দাঁড়িয়ে একহাতে ছাতা ধরে দুর্গতদের সঙ্গে কথাও বলেন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী ছাতা হাতে এক হাঁটু জলে দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এই দৃশ্য ইতিমধ্যেই তুমুল সারা ফেলেছে নেট মাধ্যমে। তৃণমূল সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও নেট মাধ্যমে শেয়ার করেছেন দৃশ্যটি।
বুধবার হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকা দেখতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মত সব প্রস্তুতি করা হলেও, বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। খারাপ আবহাওয়ার জেরে আকাশপথে সফর বাতিল হয়। সড়ক পথেই দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্ন থেকে সড়ক পথে তিনি হাওড়ার আমতায় যান। সেখানে গাড়ি থেকে নেমেই বৃষ্টির মধ্যে এলাকা ঘুরে দেখেন। দুর্গতদের সঙ্গে কথা বলেন। আর সেই সময় ক্যামেরা বন্দি হয় এই দৃশ্য।
এদিন আর একবার বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠ গড়ায় তোলেন তিনি। বলেন, সময় মতো ডিভিসির জলাধারগুলির সংস্কার হলে এই পরিস্থিতির সৃষ্টি হত না। এদিন প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বলেন, জল যেভাবে বাড়ছে তাতে আগে থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে ত্রান শিবিরে নিয়ে গিয়ে রাখতে হবে।
শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা!@MamataOfficial #westbengalgovernment pic.twitter.com/C2xM6rsofy
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) August 4, 2021
উল্লেখ্য টানা বৃষ্টির জেরে খানাকুল, আমতা, উদনারায়ণপুর কার্যত জলের তলায়। ঘাটালের পরিস্থিতি কিছুটা উন্নত হলেও বুধবার থেকে দক্ষিণ বঙ্গে ফের বৃষ্টির জেরে চিন্তায় ঘাটালবাসী। একই অবস্থা বাকি দুই জেলাতেও।
Comments are closed.