উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী, জয়ের জন্য কৃতজ্ঞ প্রকাশ করে ট্যুইট তৃণমূলনেত্রীর 

বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি চার পুরসভাতেই রেকর্ড জয় পেয়েছে তৃণমূল। চার পুরসভার ফল প্রকাশের পরেই উত্তরবঙ্গ সফরে গেলেন তৃণমূল নেত্রী। তিন দিনের উত্তরবঙ্গ সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। 

এদিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই বিপুল জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ। বলেন, যত বেশি দায়িত্ব পাবো, আমাদের তত বেশি নম্র হতে হবে।মানুষের উপর আরও বিশ্বাস বাড়াতে হবে। সেই সঙ্গে এদিন ফের একবার তিনি শিল্পী নিয়ে বার্তা দেন। বলেন, আমি আগেই বলেছি আমাদের লক্ষ্য শিল্পায়ন। আরও বেশি করে কর্মসংস্থান সৃষ্টি। 

চার পুরসভার জয়ের পর এদিন ট্যুইটে ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। ট্যুইটে তিনি লেখেন, ফের একবার মা মাটি মানুষের অভূতপূর্ব জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জনগণকে পুরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। 

উল্লেখ এই প্রথম শিলিগুড়িতে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। এদিন এপ্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য কিচ্ছু করেনি বিজেপি। একই সঙ্গে বাম কংগ্রেসকেও কটাক্ষ করেছেন। 

Comments are closed.