মঙ্গলবারই লখনউ থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ভোটের মুখে ফের একবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই জানান, তিনি আবারও উত্তরপ্রদেশে আসবেন। তাঁর কথায়, উত্তরপ্রদেশে আমি আবার আসব। ১৫ তারিখ আমি এখানে জনসভা করব। বারাণসীতে যাব।
একুশের নির্বাচন বিজেপিকে পরাজিত করার পর সারা দেশেই অন্যতম মোদী বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী প্রচারে তাঁকে উত্তরপ্রদেশে আমন্ত্রণ জানায় সমাজবাদী পার্টি। সেই মতোই মঙ্গলবার লখনউতে অখিলেশের সঙ্গে একত্রে ভার্চুয়াল জনসভা করেন। ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্য নাথকে তীব্র আক্রমণ শানিয়েছেন। এদিন তিনি সাফ জানান, উত্তরপ্রদেশ থেকে বিজেপি হারলে সারা দেশেও বিজেপি হারবে।
উল্লেখ তৃণমূল নেত্রী আগেই জানিয়েছিলেন বিধানসভায় তাঁরা প্রার্থী না দিলেও লোকসভায় উত্তরপ্রদেশে লড়বে তৃণমূল। এই পরিস্থিতিতে ১৯ ফেব্রুয়ারি খোদ মোদীর কেন্দ্রে কী বার্তা দেন মমতা ব্যানার্জি সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।
Comments are closed.