সেনা কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। টুইটে তিনি শোকপ্রকাশ করেছেন। লিখেছেন,কুন্নুরে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিপিন রাওয়াত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এছাটাও কপ্টার দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
Extremely tragic news coming in from Coonoor.
Today, the entire nation prays for the safety of those who were onboard including CDS Bipin Rawat and his family members. Also praying for the speedy recovery of everyone who was injured.
— Mamata Banerjee (@MamataOfficial) December 8, 2021
বুধবার মালদায় প্রশাসনিক সভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরমধ্যেই হঠাৎ সেনা কপ্টার দুর্ঘটনার খবর আসে। তাই মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করেন মুখ্যমন্ত্রী। শোকও প্রকাশ করে বলেন,দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল। সেইসঙ্গে তামিলনাড়ুর আবহাওয়ার খবর জানতে চান মমতা ব্যানার্জি। দুর্ঘটনার কারণ জানতে চান তিনি। এরপরই তিনি এই পরিস্থিতিতে আর বৈঠক চালাতে চাননি।
এদিন দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পরে সেনা কপ্টার। ওই কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত সহ মোট ১৪ জন। দিল্লি থেকে সস্ত্রীক সুলুর গিয়েছিলেন বিপিন রাওয়াত ও তাঁর ডিফেন্স সেক্রেটারি। সেখান থেকে কুন্নুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝপথেই নীলগিরির চা বাগানে ভেঙে পড়ে ওই কপ্টার।
Comments are closed.