মুখ্যমন্ত্রীর নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রূপককুমার দত্ত 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রূপককুমার দত্ত। আইপিএস রূপককুমার দত্ত কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজিও ছিলেন। সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগে সিলমোহর দেওয়া হয়।

সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নতুন নিরাপত্তা উত্তদেষ্টা নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ শুরু করে দিয়েছিলেন রূপককুমার দত্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হয়। রাজ্যের বর্ডার লাগোয়া অঞ্চল এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিষয় মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপককুমার দত্ত।

২১ জুলাইয়ের দিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকেই এক সশস্ত্র যুবক ধরা পড়েন। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেই যাচ্ছিলেন ধৃত যুবক। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ একাধিক ভূয় পরিচয়পত্র মিলেছে। ধৃতের নাম শেখ নূর আমিন। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। এই আবহে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হলেন রূপককুমার দত্ত।

Comments are closed.