এইচএমপি ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না, রাজ্যের মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অকারণে উদ্বেগ ছড়াচ্ছে কিছু দুষ্টচক্র। টাকা কামানোর জন্য এই ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে।
একটু জ্বর হলেই ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক।
এইচএমপি ভাইরাস নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করবার পাশাপাশি আতঙ্কের কারবারীদের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর থেকে ফেরবার সময় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, চিন্তা করার কিছু নেই। যখন চিন্তা করার কারণ হবে, আমরাই তা বলে দেবে। মুখ্যসচিব সাগরে অবস্থানকালে, সোমবারই এই বিষয়ে বৈঠক করেছেন। বৈঠক করেছেন এদিনও। এটা মারাত্মক কিছুই নয়। সুতরাং ভয় পাওয়ার কারণও নেই। কাজেই আপনারা আতঙ্ক ছড়িয়ে এমন কিছু করবেন না, যাতে ওরা এই সুযোগটা পায়।
মমতা আরও বলেন, আমাদের সরকার জনগণের জন্য স্বাস্থ্যসাথী করেছে। স্বাস্থ্য পরিষেবায় সারা বছর পরিবারের খরচ করার জন্য। অথচ কিছু লোকের উদ্দেশ্যই হল, একটা জ্বরেই ২ লাখ, ৩ লাখ টাকা করে নিয়ে নেবে।
Comments are closed.