বিধানসভা ভোটের আগে কয়লাকাণ্ডে ফের সক্রিয় সিবিআই। তলব করা হয়েছে বীরভূমের প্রাক্তন পুলিশ সুপার শ্যাম সিংহকে। ১ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কয়লাকাণ্ডে ৪ আইপিএস অফিসারকে তলব করা হল।
দু’দিন আগে কয়লাকাণ্ডে ব্যবসায়ী অমিত অগরওয়ালকে তলব করেছিল সিবিআই। অন্ডাল থানার প্রাক্তন আইসিকেও নোটিশ পাঠায় সিবিআই। কয়লা কাণ্ডের তদন্তে নেমে এর আগে একাধিক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে বলে দাবি করছে সিবিআই।
কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে সিআইডিও। এ মাসেই অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছিল রণধীর সিংকে। কয়লা পাচারে লালাকে সাহায্য করতেন এই ব্যবসায়ী বলে দাবি সিবিআইয়ের।
এই মামলায় অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।
Comments are closed.