বলবয়ের সঙ্গে দুর্ব্যবহার, নির্বাসিত ইস্টবেঙ্গল স্ট্রাইকার কোলাডো, নরম সুরে শো-কজের উত্তর দিলেন স্প্যানিশ খেলোয়াড়
নেরোকা এফসির বিরুদ্ধে জয়ের পর মনে করা হয়েছিল ইস্টবেঙ্গলের হাজারো সমস্যা এবং বিতর্ক আপাতত মিটতে চলেছে। কিন্তু তা আর হয়নি। নেরোকার বিরুদ্ধে দুরন্ত জয়ের পরের দিনই বিনা মেঘে বজ্রপাত ইস্টবেঙ্গলে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে বলবয়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য অন্তর্বর্তীকালীন নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে দলের আক্রমণভাগের মূল ভরসা হাইমে কোলাডোকে (Colado Suspended)। ২০ ডিসেম্বর অবধি তাঁকে নির্বাসিত করে ফেডারেশন। যার ফলে শনিবার ট্রাউ এফসির বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তাঁকে শোকজও করে ফেডারেশন। শুক্রবারের মধ্যে সেই উত্তর দেওয়ার কথা ছিল। আর স্প্যানিশ ফুটবলারের সেই উত্তরের ভিত্তিতে ২০ ডিসেম্বর কলকাতায় ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে তাঁর ভবিষ্যৎ নিয়ে।
ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আর কোনও দেরি করেনি। কারণ, তারা ভালই বুঝতে পারে, ২০ ডিসেম্বর শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা কোলাডোর উত্তরে খুশি না হলে তাঁর নির্বাসনের মেয়াদ বাড়বে। আর তার ফলে ২২ ডিসেম্বর মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামা হবে না এই স্প্যানিশ ফুটবলারের (Colado Suspended)। সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। তাই শুক্রবার অবধি অপেক্ষা করেননি ইস্টবেঙ্গল কর্তারা। বৃহস্পতিবারই কোলাডোকে নিজেদের অফিসে ডেকে পাঠান ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সদস্যরা। তাঁর সঙ্গে কথা বলে আইনজীবীর সহায়তায় যথেষ্ট নরম সুরে শোকজের উত্তর পাঠানো হয় ফেডারেশনে। ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী, শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে এই স্প্যানিশকে। ফলে মোহনবাগান ম্যাচে তাঁকে পেতে কোন অসুবিধা হবে না।
Comments are closed.