কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে ফের পদক এল ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পেলেন ২৪ বছরের লভপ্রীত সিংহ। বুধবার ১০৯ কেজি বিভাগে পদক আনলেন তিনি। অমৃতসরের নৌ বাহিনীতে কর্মরত লভপ্রীত। তাঁর পদক জয়ের পর ভারত এই বছর কমনওয়েলথ গেমসে ভারত্তোলন থেকেই ৯ টি পদক জয় করল।
মোট ৩৫৫ কেজি ওজন তুলেছেন লভপ্রীত। এরমধ্যে স্ন্যাচ বিভাগে তুলেছেন ১৬৩ কেজি আর ক্লিন অ্যান্ড তুলেছিলেন ১৯২ কেজি। সামান্য ব্যবধানে সোনা হাতছাড়া হয়েছে লভপ্রীতের। সোনা পেয়েছেন ক্যামেরনের জুনিয়র পেরিলেক্স নায়াবেইউ। তিনি মোট ৩৬১ কেজি (১৬০ স্ন্যাচ এবং ২০১ ক্লিন অ্যান্ড জার্ক) বিভাগে তুলে সোনা জেতেন। সামোয়ার জ্যাক ওপেলোগে মোট ৩৫৮ কেজি তুলে রুপো জিতেছেন। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মঙ্গলবার ভারতকে অষ্টম পদক এনে দিয়েছিলেন বিকাশ ঠাকুর। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জেতেন। দেশকে নবম পদক দিলেন লভপ্রীত।
Comments are closed.